একটি বেদনা প্রতিবার তাড়না করে,
যার নাম 'দেশ বিভাগ'---
এই মহাবিপর্যয়ে গৃহহীন-নিহত হয়েছিল আমার পূর্বসূরী।...
ধর্ষিতা হয়েছিল অনেক নারী,
খালি হয়েছিল অনেক মা'র বুক।


যারা দেশটাকে নিজের বলে মনে করত,
যে দেশে জন্মেছে,জলবায়ুতে মানুষ হয়েছে,
নদ-নদী,গাছ-পালা,পশু-পাখির সাথে আত্মীয় সম্পর্ক।
তারা একদিন জানলো এই দেশ তাদের নয়।


যে দেশ তারা জানে না,চেনে না;
সেটাই নাকি তাদের দেশ।
যাদের সাথে এক থালায় খেয়েছে,এক মাঠে খেলে; তারাই নাকি পরস্পরের শত্রু।


চোখের সামনে শুধু অন্ধকার, হাহাকার।
বাস করতে হয় ভিটেমাটি ছেড়ে,অচেনা পরিবেশে,
খোলা রাস্তায়---তাঁবুতে।


ভিটেমাটি থেকে উৎখাত হয়ে,শিকড় ছিন্ন করে,
চেনা প্রতিবেশীর পর হয়ে যাওয়া।
স্বজন বন্ধুর চোখে সন্দিহান হয়ে ওঠা,
এরই নাম 'দেশ বিভাগ'।