আমি হিন্দু,তুমি মুসলমান,
এই কি মোদের পরিচয়?
তুমি ডাকো 'আল্লা'আমি 'ভগবান',
একই বিধাতার সৃষ্ট দু'টি প্রাণ।


একই মায়ের দু'টি ছেলে,
রাম-রহিম নাম যে বলে;
তুমি পড় 'কোরআন শরীফ'আমি 'রামায়ণ'
একই মায়ের আমরা যে ওই দু'নয়ন।


আছে কি ভেদাভেদ রক্ত,শরীর-মনে,
আমরা যে দু'টি প্রাণ ছিলাম,একই মায়ের উদরে।
ব্লাড গ্রুপ তো হতেও পারে ভিন্ন,
মিলতেও পারে পশুর সাথে।


জাত তো আছে একটাই,মানুষ জাতি--
ধর্ম তো আছে একটাই,মনুষ্য ধর্ম।
আর জননী বসুন্দরা।
তা জেনেও কি থাকবে দূরে--ও ভাই আক্তার।
তোর কি পড়েনা মনে-----
এই আধমকে?