তোমার মুখের সেই মৃদু হাসি আজও জোনাকির আলোয় ভাসে,
নীরব সন্ধ্যা জেগে ওঠে স্মৃতির পাতায় প্রেমের আশে।
তুমি ছিলি শান্ত নদী, কোমল ঢেউ—জলছবির মতো মায়া,
আমি চেয়েছি তোমাকে আঁকড়ে ধরতে, কিন্তু ছিল না কোন ছায়া।
নম্র স্বভাব, মধুর ভাষা—তুমি ছিলি এক কবিতার পঙ্ক্তি,
আমার জীবনের গোপন পাতায় লেখা এক শুদ্ধ সত্যি।
চাইনি হারাতে তোমাকে, তবুও ভাগ্যের ছিলো বাঁধা,
প্রেমের পথ থেকে সরে এসেছি, রেখে গেছি কান্না-সাধা।
তোমার জন্মদিনে আজ বলি—আকাশ হোক তোমার মনের মতো,
ভালো থেকো, সুখে থেকো—এটাই চাওয়ার শেষ প্রার্থনা,
ভুলো না, কারো মনে আজও আছে তোমার মধুর নামটি আঁকা।