নির্মম পথে জয় সে পেলো,স্বপ্ন খাঁচায় বন্দি হলো,
ঘুষের ছায়ায় আঁকা তার পথ,মানুষের হাহাকারে ভরে গেলো রাত।
নদীর জলে মেঘের ছায়া,সত্য ভাসে,মিথ্যে হায়,
নীড়হারা মন,অশান্ত বিহঙ্গ,
জনতার বুকে জ্বলে প্রতিশোধের গান,পাঁজরে বাসা বাঁধে ক্ষোভ।
মানুষ পাঁচ আঙ্গুলে ভাত খায়।
পশুর ছলে মানুষের বেশ,পঙ্গু হয়ে পড়ে মানবতার দেশ,
ধ্বংসের সুর বাজায়,নাটক সাজায় পঞ্চায়েতের প্রাচীরে,
মানুষের স্বপ্নে সে পাপের তীর ধরে।
অন্যায় পথে জয়ীদের উল্লাস,ভোটের নাটকে ছড়ায় মিথ্যার হাসি,
কিন্তু মানুষ হৃদয়ে আঁকড়ে ধরে সেই মুখ,যে পরাজয়ে খুঁজে পায় তার মুক্তি।
চলছে জনতা দ্বিধাহীন ধীরে,অন্যায়ের পাপ বয়ে নিয়ে বীরোচিত ভীড়ে,
মুখোশ খুলবে,ফাঁসবে একদিন,বিপক্ষের কণ্ঠে বজ্রের বীণ।
ফুলের মতো পবিত্র অধিকার,
তাকে কি ছিনিয়ে নেবে ক্ষমতার বাজার?
জয় হবে তার,যে সত্যের পথে,
মিথ্যের ছায়া মিলাবে জ্যোতির আলোর তটে।
ধ্বংস হবে মিথ্যার অট্টালিকা,
গর্জে উঠবে জনতার জাগ্রত ধ্বনি,
অন্যায়ের অভিশাপ মুছে,
ফুটবে আবার শান্তির ধানি।