হে প্রিয় মানবী,তুমি কল্পনা,তুমি কবিতা।
তোমার দিকে তাকালেই মনে হয়
না বলা অ-নে-ক কথা আজ বলবে।--
প্রতিবারই তুমি ব্যর্থ হও।


ততটুকু ভালোবেসো,যতটুকু ভালোবাসলে
দূরের জাহাজ কাছে ডাকে।
তবু—
উর্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখ যখন চুপি চুপি
রাঙা অধরে জন্ম নেয় মৃদু হাসি।
তোমার লজ্জাবতী রূপ দেখে
মুগ্ধ হয়েছি আমি,অনুভবে শুধুই তুমি।


কিছু বলতে গিয়েও আমি যেন
শুধু মৃদু হাসিতেই সব বলে যাই।


তোমাতেই ভাসালাম তরী,
শুধু তুমিই জানো,নোঙরের ঠিকানা কোথায়!