নিস্পৃহতা ভাঙ্গে আজ ছিন্ন হৃদয়ে
ক্রমান্বয়ে বৃত্তান্তে।
দহনের উত্তপ্ত শিখায় ছুড়ে ফেলা অকপট,সীমা
যেতায় পাবি অর্ধেন্দু,তারাপতি তারার প্রতিচ্ছবি।
যদি হউ বীর্যবন্ত,নামো মুক্ত ময়দানে।
বদলে দেবো ভারতের মানচিত্র,ফিরে যাব অতীতের ইতিহাসে।
এ ভারত গড়বে নতুন করে ইতিহাস,
ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় উঠে আসবে ১৯ এর প্রতিটা দিন।