আজ আমি খাঁচায় বন্ধী পাখির মতো,
যে পাখি প্রহর গুণে খাঁচা থেকে নীল বিশাল আকাশে ছোটে চলার অপেক্ষায়,
যদি একটি বার ছুটতে পারি বহু দূরে অনেক দূরে দূর কোন প্রবাসে
যেথায় একা আমি আর আশপাশের সবাই ভিনদেশী।
সেথায় মোর শান্তি সেথায় যাওয়ার অপেক্ষায়।
জানিনা, কখন ছাড়া পাব, কবে পাব।
একবার রবের দয়ায় মুক্তি পেলেই বাচি।
ভালো থাকুক সবাই, আসব না আর তাদের নীড়ে!