ঈদ এসেছে, ঈদ এসেছে
চাঁদ উঠেছে ঐ
ঈদ টা তবে কিসের ও ভাই
বলতে কি তুমি পার।
নামটা যে তার ঈদুল ফিতর।
ফিতর টা তবে কি ও ভাই।
একটু খুলে বলো!
বলছি ওহে শুনো তবে
গরীব-দু:খী মানুষের হক্ব ফিতরা দিতে হয়।
ফিতরা দিয়ে রমদ্বানের ঐ ত্রুটিগুলো মুছতে হয়।
অবশেষে, জামাতের সহিত রব্বে কাবার গোলামি শেষে;
মুসলিমরা ঈদগাহ থেকে বের হয় হেসে।
ওহে সেটা কিসের হাসি?!
যে হাসিটা রব্বে কাবার ক্ষমা ঘোষণা করার হাসি।
যে হাসিটা মাফি পেয়ে আত্বমনকে তুষ্ট করার হাসি।
যে হাসিটা সবশ্রেণির মুসলিমদের মিলনের হাসি।
এটাই হলো ফিতরের ঈদ।
তাইতো নামটি তাহার ঈদুল ফিতর।
ঈদটি ঈদ নয় শুধু,
রব্বে আলমের পক্ষ থেকে,
বয়ে নিয়ে আসে, শান্তি,সুখ ও আগামীদিনের সমৃৃদ্ধির বার্তা।
ঈদ ঈদ ঈদ,
ঈদ এসেছে
পবিত্র ঈদুল ফিতর ১৪৪৫ এসেছে।