পৃৃথিবীটা এতো সহজ নয়
যতটুকু দেখে মনে হয়!
মানুষগুলো সব এতো ভালো নয়
যতটুকু দেখে ভাবা হয়!
অর্থের লোভে মানুষ পশু হয়ে যেতে পারে,
যতটুকু আন্দাজ হয়!
যারা সত্য দেখেও অন্তর দিয়ে
উপলব্ধিতে ব্যর্থ হয়
তারা নিকৃৃষ্ট হয়!
যারা চোখ থাকা সত্ত্বেও  
চোখ দিয়ে সত্যকে দেখে না
তারা অপকৃৃষ্ট হয়!
যাদের কান আছে অথচ সত্যকে শোনেনা
তারা জঘন্য হয়!
ইহা আমার কথা নয়,
রব্বে কাবার মহান বাণী,
"ওরা পশুর চাইতেও নিকৃৃষ্ট"।