টাকা তুমি শশুর বাড়ির আদরের জামাই,
টাকা তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি
টাকা তুমি গ্রামের জনদরদি
টাকা তুমি বিশিষ্ট সমাজসেবক
টাকা তুমি গরীবের বন্ধু!!!
টাকা তুমি মা-বাবার দায়িত্বশীল ছেলে
টাকা তুমি আপন ভাইয়ের কাছে মাথার মুকুট
টাকা তুমি শালা-শালির প্রিয় দুলাভাই
টাকা তুমি আত্মীয়-স্বজনের কাছে বড় নামি-দামি, কলিজার টুকরা মানুষ।
টাকা তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু।
টাকা তুমি বউয়ের কাছে সেরা জামাই,
টাকা তুমি সন্তানের কাছে সেরা জনক।
টাকা তুমি ও নাই কিছুইনাই!!!
একা জীবন মরুভূমি।
অতএব, তুমি টাকা কামাও সম্পর্ক মানুষ নিজে বানাবে।
এটাই বলি ভাইও এখনকার বাস্তবতা।



সারমর্ম :- টাকা আছে ত সবাই রাখবে মিল। দিবে দাওয়াত, নিবে মেহমান করে। কিন্তু মনে রেখ!!! সবাই সুখের সময়ের সাথি। শুধু মধু খেতে মৌমাছি হওয়া।
" মহান আল্লাহ ছাড়া আপন প্রকৃত বন্ধু আর কেউ নাই।"
তাই, প্রয়োজন নবিজীর সুন্নাহ মেনে চলা।