মমতার বাধঁনে বাধাঁ শিশু
প্রত্যাশিত রবের করুণা শিশু!
এক অনন্য রহমত শিশু
বলছি না সব শিশুদের কথা
বলছি নিজ রক্তের সম্পর্কের শিশুর কথা
সে কে?
সে যে মোর রক্তের বোনের ছেলে
সে যে মোর রক্তের বাধঁনে বাধাঁ।
রবি নাম কি শুনেছো কেউ?
রবি সে তো একটি গ্রহ;
তারি সাথে বার হয়েছে হিসেবের নিয়মে
সে তো এখন রবি বার।
হ্যাঁ, সেদিন সে এসেছিল ববে,
মাতৃৃগর্ভ হতে রবের সৃৃষ্টি এ জগতে।
সে যে তাহার পিতা-মাতার অফুরন্ত আশার আলো।
সে যে তাহার পিতা-মাতার প্রেমের প্রতীক।
সে যে তাহার পিতা-মাতার অতি কাম্য রবের নিকট হতে প্রেরিত দয়া।
কাল তাহার সপ্তম দিনের আবির্ভাব ঘটিবে।
দেখিবে সপ্তমি দিন, স্রষ্টার পাঠানোর সাত দিন।
সে বড় হোক
সে দয়ালু হোক
সে তার জনম দুখিনী পিতা মাতার আশার আলো হোক।
সে রব্বে ক্বাবার ওলীয়ে কামেল হোক।
সে রব্বে মোস্তাফার বন্ধু হোক।
সে দাদা-দাদি-নানা-নানির জন্য রবের নিকট প্রার্থনাকারী হোক।
সে তাহার দীপ্ত নামের মতো দয়ালু ন্যায়বান হোক
ইহা যে মোর প্রার্থনা তাহার সপ্তমদিনের রাত্রিতে!
আবার বলছি সে কে?
সে রবের পক্ষ থেকে পিতা ছাড়া মরিয়মের গর্ভে আগমণকারী শিশুর নামে নামের অধিকারী।
যে নাম নিখিল জাহানের অধিপতি রেখেছিলেন প্রেমভরে।
যে নামের অধিকারী ছিলেন রব্বের ক্বাবার পয়গমবর।
সেই নামের অধিকারী সে।
সে মোর স্নেহের সন্তানতুল্য।
সে মোর এক অনি:শেষ অভাবনীয় মায়া আর ভালোবাসার অভিনব পাত্র।
সে আর অন্য কেউ নয়
সে নিখিল জাহানের রবের পক্ষ থেকে প্রেরিত বান্দা।
সে যে আমাদের অতি স্নেহের আগামীর ন্যয়বান শিশু
আমাদের "মুহাম্মাদ ঈসা আবরার"।
শিশুটি ঈসা আবরার
ওহে শিশু লাভ করো রবের ভালোবাসা, জয় কর বিশ্ব ভ্রক্ষান্ড।
ভালোবাসার মাঝে থেক সারাজীবন!