একজন গুণী লেখকের লেখার মধ্যেই লুকিয়ে থাকে মানবজীবনের না বলা অনেক কথা, কাহিনী। হৃদয়ের গহীন থেকে বের হওয়া আওয়াজ মুখে নয় কলমের কালি দিয়েই বিরুধীতা হয় বিশ্ব, নির্দিষ্ট দেশ-সমাজের অন্যায়ের। আর, এই লেখকই যখন অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, বৈদিক, মুক্ত ছন্দ ব্যবহার করে কবিতা লিখেন তিনি হয়ে উঠেন একজন গুণী কবি। একজন বাস্তববাদী কবিই দেশ,সমাজ ও বিশ্বের সাহিত্যপ্রিয় মানুষের অন্তরে সত্যকে উপস্থাপন করতে পারেন তার কবিতার ছন্দের ধাচের মাধ্যমে। আসুন, কবি ও লেখকদের সম্মান করি,কারণ কবি ও লেখক নিজের সৃজনশীলতা দিয়েই আল্লাহর দয়ায় হয়ে উঠেন একজন স্বতন্ত্র মানব।
আলোচনাটি ১৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১১/০৬/২০২৫, ১৭:০৫ মি: