সিলেট সে ভূমি, যেখানে নূর ঝরে,
আউলিয়ার পদস্পর্শে পবিত্র হলো ধরা।
শাহজালাল রহমতের বার্তা বয়ে নিয়ে এলেন,
তাওহিদের দীপ জ্বেলে অন্ধকার ভুলিয়ে গেলেন।
চাশনী পীরের জিকিরে কাঁপে বায়ু,
মক্কার মাটির মিলনে জাগে মন মধু।
নাসিরুদ্দীন সিপাহসালার সাহসিকতা,
ইসলামের সোনালী পথ ধরে যাত্রা।
শাহপরাণের তাওয়াজ্জোহ, ভাগিনার আলোক,
সিলেটের আকাশে আলোরই সঞ্চার রেখা।
গাজী কালু, দরিয়া শাহ, করিম শাহের নাম,
তাদের কারামত ছড়ায় কোরআনের বানী জুড়ায়।
সিলেটের মাটি পবিত্র, রূহানির ঠিকানা,
আউলিয়াদের মাজারে লেগে থাকে সবখানে দোআ।
এই মাটিতেই চিরকাল বজায় থাকবে ঐশ্বর্য,
আল্লাহর রহমত বর্ষিত হোক সিলেটের জমিনে।