কল্পনার ডানায় উড়ে চলে মন,
যেখানে খুশবু — কা’বার গিলাফে গনগন,
তাওয়াফে বাঁধা সাত পাকের পথ,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি ওঠে দিগন্তবিনত।

জলভেজা চোখে মিনার গলি,
আশায় ভরা আরাফার ঢলি,
হাত তুলে বলি — “এলাহী আমার,
মদিনায় মৃত্যু দিও সুখের উপহার।”

নবিজী যাঁর রওজার পাশে
জোছনার আলোও পড়ে ধীরে,
চুপচাপ আমি দাঁড়িয়ে থাকি
অশ্রু ঝরে প্রাণের নীড়ে।

সেই রওজাপাক আমার স্বপ্নের ঠাঁই,
কলিজা কাঁপে সালাম দিতে চাই,
"আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ"—জিভে সুর ওঠে,
ভালোবাসা হৃদয়ে আগুন হয়ে ছোটে।

নবিজী, আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়,
এই ভালোবাসা চিরন্তন, অমল, পবিত্র ঋতুয়,
আপনার নামেই জেগে উঠে হৃদয়,
আপনার পথেই চাই জীবন নিঃশেষ করে যাই।

মদিনার মাটি হোক কবরের চাদর,
রওজার পাশে শান্তিময় অবসর,
সেদিন যেন আমি হাসিমুখে বলি—
"ইয়া রাসূলাল্লাহ! আমি এসেছি, চলি।”