বিপদ চাপিয়েছে বাংলায়
    এম,এ,সালাম
     ২৪-০৩-২০


করোনার বালা ছিলো চীনে
সেই বালা আনিয়াছি কিনে।
অল্প অল্প করে ঝোলা ভরে
করোনার জীবানু সংগ্রহ করে।
প্রবাসী বাংঙালী ছিলেন যারা
শরীরে ভরে নিয়ে এলেন তারা।
করোনায় ছুঁইছে শরীর যার
মরণব্যাধি চিন্তা ঘারে তার।
কোথার বালা কাহার মাথায়?
করোনায় ধরছে যারে যেথায়।
আমরা সবাই সচেতন হই
সতত সাবান দিয়ে হাত ধুই।
জন জমায়েত এড়িয়ে চলি
করোনাকে সবাই না না বলি।
হোম কোয়ারেন্টাইনে থাকুন
একা একা আল্লাহকে ডাকুন।
এই বালা যখন বসেছে গেড়ে
দেড়ি হবে দেশ হতে ছেড়ে।
দেই মুখে ম্যাক্স হাতে সাবান
মেনে চলি এই নিয়ম কানুন।
বালা আসলে পীরের গায় লাগে
মনের কোণে কত কথা জাগে।
সব শিক্ষার্থীদের বাড়িতে রাখি
করোনাকে আজ না না ডাকি।
প্রবাসীরা অবাধে ঘুরিতেছে দেশে
আক্রান্ত হলে বুঝবি আনে শেষে।
প্রবাসীদের দিকে সু-নজর রাখি
ওরাই করোনা ছড়াবে বেশী।