প্রকৃতি ও প্রেম(১৯২৮)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৪-১০-২০২২
==================
বসুমতীর মাঝে রয়েছে সব আশা
সে শুধু বিলায় অকৃত্রিম ভালোবাসা।
ধরিত্রীর ভালোবাসা হলো যে নির্মল
নিজগুনে ধরার মাঝে স্ব-পরিমল।
পৃথিবীটা  মাঝে মাঝে হয় প্রতিবাদী
কষ্ট সহিতে না পেরে মন ভরে কাঁদি।
লাই দিয়ে ছাড় দেয় মাঝে মারে টান
মাঝে মাঝে কেড়ে নেয় জান আর মান।


অদিতির সাথে নিবিড় ভাবে জড়াই
সুন্দর ক্ষৌণিটাকে হাতের কাছে পাই।
মর্ত্যলোকে বিরোধের অবসান করি
থাকার মত  সুন্দর এক  বিশ্ব গড়ি।
গাছপালা রক্ষায় সোচ্চার হই সবে
নির্মল বায়ু যেন টানতে পারি তবে।