রঙের ঘুড়ি তুমি
কার আকাশে ওড়ো?
একটু ভেবে বলতো
স্বপ্নগুলো ছিল কত বড়!!


নাড়ী না কেটে
আলাদা করা গেল না
তোমাকে,
কি আজব! না!!


সব পেয়েছির দেশে, আজ শান্তি খোজ,
খোজ দুনিয়ার সাথী,
হয়তো জাননা-
তোমারি জন্য তোমার মা হয়েছে বুড়ি।


স্বপ্নগুলো পূর্ণ হয়নি
তবুও চুল হয়েছে সাদা
ধিরে ধিরে আপন করেছে মৃত্যু
হৃদয় ক‌রে‌ পূর্ণ।


অসুস্থ‌ হ‌য়েও সুস্থ‌ মা
সন্তা‌নের সু‌বিধায়,
মুখ কা‌লো যেন না ক‌রে
নাড়ী ছেড়া ধন, প্রিয় সন্তান।


অ‌ন্যের বেলায় বো‌ঝে মা
যত্ন কর নি‌জের,
মা কভু বো‌ঝেনা ভা‌লো
শুধু নি‌জের।