সারাদিন অভুক্ত থাকলেও -
খেতে দেয় না কেউ - এই সমাজে,
কেড়ে নাও, ছুরি দেখাও বা কিডন্যাপ করো -
পয়সার গ্যারেন্টি আছে - এইসব কাজে।


আজ আমি মুক্ত -
সকল কাজে অকাজে কুকাজে যুক্ত,
আমি এখন আমারটা দেখি,
আমার পেশায় সকল দ্বার উন্মুক্ত।


ডিউটি আমার দুটো সময়,
ভীড়ে ভারে থাকি,
পার্সগুলো চেক করি,
খালিগুলো অবাধে রাখি।


দু:খ আমার সেদিনও ছিলনা -
পেয়ে পুরো অবসরের টাকাটা,
বন্ধ হলো তাঁর মেয়ের বিয়েটা,
বুঝতে চাইনি তাঁর করুন কান্নাটা।


আমারটা তো কেউ দেখেনি,
আমি কেন অন্যের দায় নিই।
ছিলাম যখন,না খেয়ে তিনদিন,
গালি দিয়ে তাড়িয়েছিল এই সমাজ সেদিন।


আমি সমাজ বুঝিনা -
বুঝিনা আত্মীয় স্বজন, বান্ধব পরিজন,
আমি বুঝি আমার, আমার ক্ষিদে -
নাড়ীর টান, চোখ চারিদিকে আমার সর্বক্ষণ।

যখন মানুষ বাসে ট্রামে আর চলে রাস্তায়,  
ছেলেমেয়ের নাম তখন ভুলে যায়।
মনে রাখে শুধু আমার নাম রাস্তায় পাঁচবার,
সাবধান! দাদা, আমি পকেটমার !!