ছোটবেলায় স্বপ্ন দেখে - একদিন সে হীরো হবে,
মানুষের কাজ করে- মানুষের সাথে চিরকাল রবে।
গরীবের ঘরে জন্ম তার - পড়াশোনা একদম নেই,
খেটে খেটে দিন কাটে - তবুও দু:খ নেই।  


দিন যায় রাত ও যায় - আসে কত সুদিন আর দুর্দিন,
স্বপ্ন থাকে গামছায় বাঁধা - রিক্সা চালায় সে প্রতিদিন।
নবমীর রাতে তার সেই - স্বপ্ন পূরণ হলো,
রাত কাটতেই সে - ইসলামপুরের হিরো বনে গেলো।


হয়েছি কি সেদিন রাতে - পেলো সে ব্যাগ ভরা গয়না,
রাতের বেলায় কেউ ভুলে বেজায়  - করল তাকে এক ছলনা।
রতন বাবু ও রুমকি দেবী - টেনশনে সেদিন,
সোনার গয়না ভরা - ব্যাগ হারিয়ে যায় যেদিন।


ঠাকুরের কাছে করে মন্নত  - ভগবান, ফিরে পাই যেন সব,
মানসিক অবস্থা এক নিদারুন বাস্তবতা - মনে থাকবে তাদের ২০১৫'র দুর্গোত্সব।
ভাবে তারা শুধু, কোথায় ছেড়েছি, কোথায় রেখেছি - না পেলো কুল, না  নাগাল,
চিন্তায় কাটেনা নবমীর রাত  - অনেক দেরী আছে হতে যে সকাল।
এমনি সময়ে এলো এক ফোন - অচেনা অজানা নম্বর থেকে,
ফোনে হয় কথা এসো হবে দেখা - গয়না ফিরে পাবে থানা থেকে।


সেইরাতে তারা ছুটল সবাই - থানায় বড়বাবু যে ডেকেছে,
সোনার গয়না ভরা সেই ব্যাগ - গিয়ে শুনে, রিক্সায় পাওয়া গেছে।
লোভসম্বরণ করে ফেরত দিয়েছে - নুর নামে নির্লোভ লোকটি,
ব্যাগের মালকিন ফিরে পেয়েছেন - তার  হারিয়ে যাওয়া সম্পত্তি।
মনে তাদের আনন্দ - সব জিনিস ফিরে পেয়ে,
মুখে তাদের খই ফুটছে শুধু  - চলেছেন নুরের নাম অবিরাম গেয়ে।  


ধন্যবাদ জানায় তারা - আরও জানায় থানার বড়বাবু,
এইযুগে আছে আরো কত সজ্জন  - গরিবী তাদের করেনি কাবু।
ভোর হতে সবাই শুনে  -  চারিদিকে তার জয় জয়কার করে,
হাসি মুখে সবাই আশীর্বাদ করে  - এমন লোক যেন জন্মায় প্রতি ঘরে ঘরে।  
সত্যিকারের মানুষ সে  -  যে লক্ষ টাকার গয়না অনায়াসে ফেরত দিতে পারে,
দিন আনে দিন খায় নুর, সন্তুষ্ট তাতে  -  আনন্দে আজ আত্মহারা পুরস্কারের আড়াই হাজারে।

খুশি আজ সেই রিক্সাচালকের  - স্বপ্ন হয়েছে তার পূরণ,
সবার মুখে তারই নাম - ছড়িয়ে বেড়ায়  রুমকি আর রতন।
পৃথিবীর মানচিত্রে জ্বলজ্বল করছে - কর্মভূমি তার ইসলামপুর,
যেখানে থাকে রিক্সাচালক - আমাদের প্রিয় মহম্মদ নুর।


** গত তাং  ২২/১০/২০১৫ নবমীর রাতে ইসলামপুরের (উত্তর দিনাজপুরের) মহম্মদ নুর নামের এক রিক্সাচালক প্রায় ২ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ফেরত দিয়েছেন, যাঁরা ভুলে রিক্সায় ফেলে এসেছিলেন  তাঁদেরকে (রুমকি দেবী ও রতন বাবুকে)।