প্রতিযোগিতা ছিল পাড়াতে -
সবাই আনবে যে যার কবিতা,
জানি, আমার কাছে আমারটা -
অনেকে এলো - রনিতা, অঙ্কিতা, সুমিতা, মধুমিতা।


সবাই দেখালো তাদের কেরামতি,
হাততালিতে অনেকের সুমতি,
কারুর সুখ্যাতি,
কারুর, স্বীকার নতি।


আমি তো পাগল,
কেউ বলে ব্যাটা মস্ত ছাগল,
কথাগুলো শুধু গোল গোল,
শেষে হরি বোল।


স্টেজে আমি ভাবি, আসে না কেন?
মাথায় টোকা - নিরুত্তাপ নিস্তব্ধ যেন!
আমায় দেখে সবার মাথা ব্যথা,
আমি প্রতীক্ষায়, একদিন আসবে আমার কবিতা।