একটুখানি বাঁচা - একটুখানি আশা,
সন্তানের জন্ম বংশবিস্তার - নচেত নিরাশা।
ধন সম্পদ, কুল মান - সত্য নিষ্ঠা,
সুখ সমৃদ্ধি, আশা ভরসা - প্রাণ প্রতিষ্ঠা।


সবার আকাঙ্ক্ষা আপন সন্তান - সুখ আর উন্নতি,
এমন মানুষ কি আছে - যে চায় দু:খ আর অবনতি !
শত চেষ্টা করেও - খুঁজে পাবে না তারে,
দুঃখের সংসারে কিংবা সহস্র অসুখের ভান্ডারে।  


নাম যশ অধিকার পাওয়া - সকলের চেষ্টা,
এরই মধ্যে বাঁচা - লড়াই আর প্রচেষ্টা।
সবাই ভালবাসি কিন্তু - থাকি কি সবার হৃদয়ে!
জন্ম হয়ে নয় -  কর্মগুণে থাকব অমর হয়ে।


মনে তারে রাখবে সবাই - যে যত বেশি ভালবাসে,
যোগবিয়োগ গুনে সব হবে ভাগ - এই জীবনের শেষে।
তাই, আজি করি প্রতিজ্ঞা - করব না আর কাউকে অবজ্ঞা,
সবাইকে আপন করে - ভুলে যাব সকল চাওয়ার তৃষ্ণা।