এদিক ওদিক কতো দিক,
ঘুরে বেড়ালাম অনেক দিক -  
চতুর্দিক,  নাহ!  শত সহস্র দিক !


মান অভিমান, রেষারেষি,
শুধু দেখি মানব সংসারে বেশি,
গর্ব আমাদের - আমরা ভালবাসি।


কতো আগুন কতো হিংসা - বিভীষিকা যত,
কতো হত, কত শত, কতো অনাহুত,
অপক্ক, পরিপক্ক, কত পরিনত।!


পাওয়ার নেশা, সর্বনাশা,
আশা নিরাশা আর প্রত্যাশা,
জীবনের শেষে ও থাকে দুরাশা।


আঘাতের পর আঘাত আর দেই যন্ত্রণা,
কাউকে মেরোনা ! করি ছলনা !
মানুষ আমরা ! বুঝি সবার বেদনা!


কত রঙ্গ - কত সঙ্গ
কত যুদ্ধ - কতক রনে ভঙ্গ,
একদিন হই নি:সঙ্গ।


লুকিয়ে একদিন পালিয়ে গেলাম,
সারাদিন বেড়ালাম,
তবু কি একটু ভুলতে পারলাম !
মুখোশটা খুলে গেল  -
সেই তো একদিন ধরা দিলাম।