রাস্তার ছেলে দুটো ধাক্কা মারে,
পড়ে যায় লোকটা, পথচারী সব চোখ দিয়ে দেখে
বলেনা কিছু, ষোড়শী মেয়েটা চেয়েছিল তার বাবার দিকে।


দুষ্ট ছেলেরা নোংরা অসভ্য কথা বলেছিল অশ্লীল অঙ্গভঙ্গি করে,
প্রতিবাদ করেছিল সেটাই অপরাধ, তার বাবার,
তাই তাকে লাথি মারে, অকথ্য কথায় গালাগালি করে।


ছেলে দুটো টেনে নিয়ে গিয়ে লুটে নিল সব,
দেখেও দেখেনি পথচারী কেউ তার আকুল আর্তনাদ,
তার বেঁচে থাকা আশা ভরসা, করেদিল মুহুর্তে বর্বাদ।


মেয়েটি করেছিল অনেক কাকুতি মিনতি, ছেড়ে দেয়নি তারা,
কিছুক্ষণ পরে নিঃসাড়, নি:স্তব্দ এক জীবন্ত লাশ,
প্রথম পাতার হয়ে গেলো এক মর্মান্তিক ঘটনা - সমাজের সর্বনাশ।    


টিভির সামনে বসে দেখে মেয়েটি একদিন,
ডায়লগ বাজি করছে যেজন - পথচারীদের ভীড়ে ছিলেন সেদিন,
বলেন তিনি; এইভাবে চললে সমাজটা গোল্লায় যাবে একদিন।    


গাল বেয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরে,
বাবা আজ নেই তার, থাকলে টিভিতে যেত,
ওই পাউডার মাখা টিভি হীরোদের - হয়ত ছেঁড়া চটি দেখাতো।
আমার বাবা হীরো, আমি গর্বিত,
আর ! আজকের হীরো ওরা - বিবেকের কাছে পরাজিত !!