পেট ভরাই - তাই খাই,
মন ভরাতে  - প্রেম করে যাই।
দেখো দেখো - কি সুন্দর !
কি.... ? মিষ্টি না প্রেম ! দূর !
মিষ্টি তো এখন বিষ।
তাই, আমি নিরামিষ !
মিষ্টি আর উত্কোচ,
বাড়ায় শরীরে গ্লুকোজ।
এই দুটি খুব বিষাক্ত,
মানুষই! এতে বেশি আসক্ত।


তাহলে বললে কেন ? এখন খাই,
পেট ভরানোর কি মিষ্টি নাই !
জানো কি ! তেঁতুল - টক, লঙ্কা  - ঝাল,
নিম - তেতো, তাই মিষ্টি আমার খুব ভাল।


দূর, ব্যাটা বদ্ধ পাগল !
গতজন্মে ছিলে - আস্ত ছাগল !
আরে বাবা - মিষ্টি মানে ও মিষ্টি নয়!
তোমাকে কি করে বোঝাই যে - মেয়েরা মিষ্টি হয়।
মানে, মেয়েদের মিষ্টি বলা হয়।
তা বলে কি তাদের খেতে হয় !


রাস্তার রাক্ষুসেরা - বড় বড় চোখে চায়,
ওহ! বুঝেছি, খেতে ভালো, তাই ওদের জোর করে খায়।
সবাই তো ওদের মিষ্টি বলে -
সে ফর্সা  কিংবা  কালো ! সবার কি খাওয়া চলে ?


#
এই লেখাটা কি এখানে দেওয়া চলে !
জানিনা আপনাদের মন কি বলে !!
##
আজ ৩রা নভেম্বর একটু মজা করতে পারি কি !
১৯৮৪ সালের ৩রা নভেম্বর মনে পড়ে যায় একটু, আর কি !!!
###
আজকের দিনে দিল্লিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী'র মৃত্যুর (আততায়ীর হাতে ৩১/১০/১৯৮৪তে) পরে আনুমানিক  ৩০০০০ হাজার শিখকে হত্যা করা হয়েছিল। তার মধ্যে প্রায়  ১১০০০ জন  মহিলা ছিলেন।