ভারতে ধর্ম-বর্ণ-সম্প্রদায়-নানান,
বহু ভাষাভাষীর অবস্থান।
উত্সবে ভরা আমরা এখন,
খুশির উদ্যোগ বারো মাসে ছত্রিশ পার্বণ।
দুর্গাপূজা-ঈদ-দীপাবলী,
আর লক্ষ্মী, সরস্বতী, কালী।
মহরম, রমজান, কোরান পাঠ,
বইমেলা, কৃষিমেলা, ফুটবলে দর্শক ভরা মাঠ।
মনসা, শীতলা, জগদ্ধাত্রী পূজা ও কম হয়না,
বাদ ও যায়না দেশমাতার বন্দনা।


স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস,
কৃষি দিবস থেকে কৃষক আর শিক্ষক দিবস।
পৌষ মেলা, পৌষ সংক্রান্তি, সাগর মেলা,
হকি, হাডুডু, ভলিবল আর ক্রিকেট খেলা।
গুরুনানক, বুদ্ধপূর্নিমা, মহাবীর জয়ন্তী,
খ্রীষ্টমাস, হ্যাপীবার্থডে এমনকি বাদ নেই ও রটন্তি।
বড়দিন - গান্ধী জয়ন্তী, হনুমান জয়ন্তী,
নেতাজি আর আছে স্কুল-কলেজের জন্ম জয়ন্তী।


নানা জাতি নানা বেশ,
নানা কথা নানা সন্দেশ,
উত্সবে ভরা এই দেশ,
সকল সময় আনন্দের পরিবেশ।
এতেই আনন্দ এতেই খুশি,
উত্সবে নাচি আর সবাইকে ভালোবাসি।  
আমরা সকলে ভারতবাসী সবাই ভাই ভাই,
একসঙ্গে থাকি আর একমনে গান গাই।