অনেকে বলে -
    বিপদ আসছে - ওই বিপদ আসছে।
    ভবিষ্যত অন্ধকার - সমাজটা একেবারে শেষ হয়ে গেছে।


চাষী বলে -
    আকাশ ঘনঘটা - আলটা আজই বাঁধতে হবে,
    বৃষ্টি এলে ভালো - জমিটা চাষের উপযুক্ত হয়ে থাকবে।


পড়শী বলে -
    চাচা আপন প্রাণ বাঁচা -  বিপদে আমি যেন রক্ষা পাই,
    নিজে বাঁচলে বাপের নাম - প্রতিবেশী'র সমূলে ধ্বংস চাই।  

আজকের নেতা বলে -
   আমায় দিও ভোট, আমায় আপন ভেব - বিপদ এলে আমিই দেখব,
   গদি পেয়ে পাউডার মেখে টিভিতে বলে - এতে বিদেশের হাতই হবে।


গুণীজন বলে -
     বোঝো বিপদটা কিসের  - বন্ধু শক্ত হও,
     মাথা গরম করোনা - ঠান্ডা হও,
     সকলের শেষে জয় হবে তার -
     যে করে বিচার -  শুনে সব সমাচার।