ধনতেরাসে সোনা দান করা  - দীপাবলীতে ফটকা ফাটানো,
বোনের কাছে ফোঁটা নিয়ে - মুরগী মাংস খাওয়ানো।
এই রীতিতে চলি মোরা - এতেই সুখে থাকি,
অন্যেরা কেমন থাকে - শুধু জিজ্ঞাসায় রাখি বাকি।


সারাজীবন সংসারের হিসাব -  পাতায় নেই পরের দু:খ কষ্ট,
ভবিষ্যতের প্রকল্প রচনায় ব্যস্ত  - তাই হতে পারিনা সচেষ্ট।  
ব্যস্ত ব্যস্ত বলে সময় গেলো - আসল ভাবাটাই তো হলোনা,
আমরা থাকছি যে পরের অবদানে - তার হিসাব কখনো রাখিনা।
নিজেকে নিয়ে ব্যস্ত থাকায় - অন্যের ভাবানাটা হলো না,
এইভাবে ব্যস্ত থাকলে যে - বিশ্ব বেশিদিন চলবে না।
    
কিছু পেতে হলে কিছু দিতে হয় - এই রীতি জানি সবাই,
স্নেহ, ভালবাসা, শ্রদ্ধা দিয়ে - হৃদয় জয় করতে চাই।
বিশ্বসংসারে বাঁচবো আমরা - যদি ভালবাসি সবাই,
প্রতিহিংসাকে দুরে সরিয়ে  - যেন ভালবাসার গান গাই।  
সমাজ গড়ার ভাবনা নিয়ে - সবাইকে ভালো রাখুন,  
ভালবাসা দিয়ে, ভালবাসা পেয়ে - সবাই সুখে থাকুন।


ধনতেরাসে শুরু দীপাবলী - শেষ হবে ভাইফোঁটায়,  
উজ্জ্বল রোশনাই চারিদিকে - রঙিন আলোকমালায়।
হিংসা ঈর্ষা বিভেদ দূর হয়ে যাক - এই মোর কামনা,
আলোকদীপ্ত জীবন হোক সকলের - এই করি প্রার্থনা।
দেশ-কাল-পাত্র ভেদেও আমরা আপনজন -  সবাই ভাই ভাই,
শুভ দীপাবলীতে ভালো থাকুন - সকলকে শুভেচ্ছা জানাই।