পরম পূজনীয় বাবা,
অনেকদিন পরে আজ মনে পড়ে গেল,
তোমার কথা। সেই ছোটবেলায়
তুমি নিয়ে যেতে, হাতটি ধরে,
পাছে রাস্তায় পড়ে যাই।
তোমার হাত ধরে দেখেছি কত শত
প্রকৃতির নতুন রূপ, নদী-নালা, খাল-বিল,
খেলার মাঠ, গড়ের মাঠ, গেছি কত
পূজা পার্বণে, মেলা প্রাঙ্গনে -
দূর্গাপূজা,লক্ষ্মীপূজা, কালীপূজা,
জগদ্ধাত্রীপূজা, পৌষমেলা, সাগরমেলা,
মত্স্যমেলা, শিল্পমেলা -  কৃষিমেলা,
দিদির বাড়ি ভাতৃ দ্বিতীয়ায়,
আজ নতুন আবহে পড়ে মনে -
প্রতি ক্ষণে ক্ষণে।  


আজ আমি বড় একা,
সাথে আছে সব, কেউ হাতটি ধরার নেই,
বিপদে আপদে আছে সবাই,
কিন্তু তার আগে কেউ নেই।
বিপদের সম্ভাবনায় তুমি ছিলে -
রক্ষা কর্তা, পথ চলায় তুমি দিতে
আগাম সতর্ক বার্তা।
পাছে পড়ে যাই কোনো বিপদে।
সবসময় সাথে থেকে বন্ধু ছিলে -
যে কোনো আপদে।


আজকাল দেখি শুধু ছেলে ধরা সব,
সারাদিন তাদের নিয়ে ভয়,
কোথায় রাখবো, কোথায় ছাড়বো -
আমাদের ছেলে মেয়ে !
কাজে এমন ব্যস্ত থাকি -
ভাবি তাদের কোথায় রাখি।
চারিদিকে মানুষখেকো সব।


এখানে প্রতিদিন অনেক বিপদ  -
হিংসা- প্রতিহিংসা, সন্ত্রাস আর রাহাজানি।
বিপদে যিনি সাবধান করেন -
পরে বিপদ বাড়ান তিনি।


চিন্তা করোনা তুমি আর,
আমরা আছি ভালো -
শরীরের খেয়াল রাখো,
তুমি ভালো থেকো ওখানে -
তুমি চলে গেছো অনন্তলোকে,
ওখানে পরম শান্তি জানি।