বাঁচার আশায় সবাই ছোটে,
সে শিক্ষক-কৃষক থেকে মজুর-মুটে।
রোগ যেন না থাকে শরীরে -
সবাই চায় বাঁচতে -একটু ভালো করে।


প্রকৃতি দিয়েছে আমাদের হরেক,
আকাশ-বাতাস থেকে পশুপাখি অনেক।
নদী, জল, পাহাড়, পর্বত, বিশাল সবুজভূমি,
ক্ষেত-খামার, গাছ-গাছাড়ি সঙ্গে বালু মরুভূমি।
সুন্দর ঝরনা, সাগর থেকে মহাসাগর,
গভীর অরণ্য থেকে ভুমধ্যসাগর।


কী পাইনি ! কিংবা বলতে পারি প্রকৃতি কী দেয় নি!
কত শত পেয়েও আমরা মানুষ ! আমাদের মন ভরেনি।
শুধু নিতে জানি -আমাদের আরো চাই,
চাই চাই করে - প্রতিদিন শুধু ধ্বংস করে যাই।


আমরা বলি; আমরা বুদ্ধিমান -
আমরা সবই করতে পারি - আমরা শক্তিমান।
দিবারাত্রি করি ক্ষতি -হৃদয়ে নাই ভয়,
এইকি শক্তিমানের পরিচয় !
জন্ম দিয়েছি যে সন্তানকে -
কি করে ঠেলে দেই - বিপদের মুখে।
  
আমরা করছি সব - যথেচ্ছ ব্যবহার,
প্রকৃতি নষ্ট - উপকার না অপকার !
চারিদিকে দূষণ - এতে হচ্ছেনা কি কষ্ট,
সব বুঝি - তবু কেন বুঝতে এতো সময় নষ্ট !


বায়ু, জল, ভূমি আর শব্দ দূষণ,
তাপীয় দূষণ,  দৃষ্টি দূষণ, আলো দূষণ,
বিপুল জনসংখ্যার ফলে সৃষ্ট :
খাদ্য সংকট, বেকারত্ব আর পরিবেশ দূষণ।


মহাদূষণ দেখছি বর্তমানে দিকে দিকে
ছড়িয়ে পড়ছে চারিদিকে -
মৌলবাদীদের বাক্যবান -
ক্ষতিকর ভাষণ ! বাক্য দূষণ ! না শব্দ দূষণ!
রক্ষা করতে হবে ভাতৃত্বের বন্ধন।
রোধ করতে হবে এ সমাজ দূষণ।