মানুষ হয়ে জন্ম অনেকের  - হয় কর্মগুণে গুনী!
সুবিচার সকলের করেন যাঁরা  - তাঁরা হন নয়নেরমণি।


পরের সুখে সুখী আর পরের দু:খে দু:খী,
তাঁদেরই দেখানো পথে - আমরা চলতে শিখি।


পরের জন্য জীবনযাপন - পরের সুখে জীবনদান,
তাঁরই জীবন ধন্য আর বৃদ্ধি মানসম্মান।


অজ্ঞান ব্যক্তি'র - অজ্ঞতা আর ক্রোধ'ই প্রধান লক্ষণ,
অবান্তর প্রশ্ন - গুনী ব্যক্তি ঈর্ষা-বৈরিতা হতে করে পলায়ন!


গুনী ব্যক্তি হয় কি কখনো প্রতিহিংসাপরায়ন!
সহিষ্ণুতাই গুনী'র করে পরিচয় বহন।