ভাঙ্গা ঘরে রোদের উঁকি - রাতেও দেখা চাঁদের,
বর্ষা এলে চিন্তা বাড়ে - ঘরের আর চাষের।
দু:খ তাদের নিত্যসঙ্গী - অনাহার তাদের বন্ধু,
তবুও তারা হাল ছাড়েনা - যতক্ষণ দেহে শেষ রক্তবিন্দু।
দিন যায় রাত আসে - এমনি করে কাটে জীবন,
সুখের ভাবনায় স্বপ্ন দেখে - খায় শুধু পান্তা লঙ্কা লবন।  

লাঙ্গল নিয়ে মাঠে যান - আমাদের চাষী ভাই,
ঝড়-জল, অসুখে-বিসুখে - নিত্যকর্মের ব্যঘাত নাই।
আলু, পটল, বেগুন, মূলো - শাকসবজি রকমারি,
মাছ, মাংস, ডিম, দুধ  আর ফল ফুলের বাহারি।
রঙিন রঙিন মশলা পাতি - নানান সবুজ দ্রব্যাদি।
পাট, রেশম,শিমুল, কাপাস'এ - স্বপ্ন বোনে নানাদি।

আশ্বিনের শেষে অগ্রহায়ন - মুখে তুলেন নতুন অন্ন,
হাসি আনে পৌষ এর আগমনে - উত্সব নবান্ন।  
কষ্ট করেন তাঁরা সারাদিন - রাতেও বিশ্রাম নেই,
তাঁদের কথা চিন্তা করে কী - একটা দিন আমরা কাটাই !
যাঁদের চেষ্টায় মুখে তুলি - সু-স্বাদু সব খাবার।
সময় এসেছে একটিবার - তাঁদের কথা ভাবার।


**
যাঁরা আমাদের মুখে অন্য তুলে দেন সেইসব শ্রেষ্ঠ সমাজবন্ধু চাষীভাইদের প্রতি উত্সর্গ করলাম। আগামী কয়েকদিনের মধ্যে চাষীভাইদের ঘরে ঘরে নবান্ন উত্সব শুরু হবে। উত্সবের প্রাক্কালে সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও ভক্তিপূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করছি।  সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন - এই আমার প্রার্থনা।