রহিম চাচা বলে: এবচ্ছর ভাল বিষ্টি হবেক,
তুরা ভালো কইরা বীজ বুন, ফসল ভালয় হবেক।
গত বচ্ছর পানি ছিলনা, মাঠ-ঘাট সব ফেট্যা গেছল,
খালি জমিন এখন আছ্যা পড়ইয়া, যেঠি গতর খাট্যা চাষ করছল।


ঘরে ধান লাই এক মুঠ্যা, খাবে কী সারা বচ্ছর,
যা হইছলো সব বিক্যা - সারায়িছে কুঠি এ বচ্ছর।
চাচি বলে; টকাছেক্যা লয়া বাঁচব্য কেমন কৈরা।
না হইল্যা ধান পাট - যাব্য যে মৈরা।


তাদের ঘরে চাল নাই, দেখ্যে শুধু ভাল বিষ্টির,
খেজুরকুল্যা মিট্যা স্বাদ -পায় না দেখত্যে এক ছটাক মিষ্টির।
এবচ্ছর ভাল বিষ্টি হইল্যা, আমজাম সবজি বেশি হব,
এগুল্যা লয়া মাথায় কৈরয়া, বাবুর দরে বিকত্যে যাব।


বাবু দিবে টাকার গছা - গামছ্যা কিনব্য একট্যা,
তেল সাবুন এ বচ্ছর কিনব্য নাই - ধান পায়ল্যে ও সবট্যা।
শাব্বুর জিন্যে কিনব্য শাড়ি - তুমারটা এবছর পারব্য লাই,
ছিঁড়ইয়া গেছ্যা শাব্বুরটা - জেইগ্যা কুথা করব্য সেলাই।    


আগের বচ্ছর বিষ্টি হইল্যে - কিন্যা দুব লয়্যা শাড়ি,
বাজার থেক্যা মিষ্টি আনব্য - খাব্য যত্য কাঁড়ি কাঁড়ি।
উপরওলা আর কত কষ্ট দিব্যে - মৈরা তো যাবনি,
মোদের কাছ্যে গতর আছ্যে - পানি ছাড়া আর কিছ্যু চাইব্য নি।


** যাঁরা আমাদের মুখে অন্য তুলে দেন সেইসব শ্রেষ্ঠ সমাজবন্ধু চাষীভাইদের প্রতি উত্সর্গ করলাম। আগামী কয়েকদিনের মধ্যে চাষীভাইদের ঘরে ঘরে নবান্ন উত্সব শুরু হবে। উত্সবের প্রাক্কালে সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও ভক্তিপূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করছি।  সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন - এই আমার প্রার্থনা।