আমরা ব্যস্ত -
দিনের বেলায় - কাজে যাই,
সন্ধ্যায়বেলায় - ফিরি সবাই।
পরিশ্রমের - ফসল খাই,
রাতে বিছানায় - সুখে কাটাই।
আনন্দে থাকি - আনন্দে বাঁচি,
কল্পনায় নানান - কবিতা রচি।


আত্মতৃপ্তি -
না পেলে হই - প্রতিবাদে সরব,
স্কুলে কলেজে - হোক কলরব।
নিজেরটা নিয়ে - বাঁচতে শিখি,
অপরের জন্যে - ব্যস্ত বলে ফোন রাখি।


শুধু চাই -
নিজের বেলায় - নিজেরটা চাই,
প্রতিযোগিতায় সবাইকে হারাতে চাই।
কোনো কিছু করেও পেতে চাই,
লড়াই এর সমাজে জিততে চাই।
পেছনের রাস্তায়ও পিছপা নই,
গায়ের জোরেও - ছিনিয়ে নিতে চাই।

ভালোকথায় -
কেউ বলে; আমার সময় নেই -
আবার কেউ বলে; সুযোগ নেই।
কেউ বলে: এতে জানার কিচ্ছু নেই।
তাই, আমার বলারও কিচ্ছু নেই।


সম্মানবোধ -
নাম যশ - সুখ্যাতি সমৃদ্ধি,
আছে যত - আরো হোক বৃদ্ধি।
ভালোকথা শুনব না - অপরকে কটু কথা বলব,
কু-কীর্তি করব - বংশ মর্যাদা নষ্ট করব।
খ্যাতির দিকে ছুটব - ঈর্ষা হিংসা করব।
সহিষ্ণুতা নিপাত যাক - কালিমালিপ্ত করব।


আগ্রহ -
সত্যিকারে এমন কি নয় !
শুধু জানতে চাওয়ায় বাকি রয়।
কখনো কী বলি; বলো ভাই,
এখন তোমার কথা জানতে চাই।

সত্যি ! এসব শোনার সময় নাই !!!!!!!