উন্মাদের মত বকে যাই - শুনবে কে? কেউ কী আছে!
পাহাড়ি মেঘে বর্ষাভরা আঁখে - সব সুখ খুঁজতে গেছে।
দিনরাত প্রণিপাত আশংকা ভরা ! অপরে বেশি পেয়ে গেল?
সাগর এর থেকে ঝর্ণা'রা - আছে অনেক ভালো !


নেই তাদের যন্ত্রণা - কেউ দেয় না কু-মন্ত্রণা,
যত ভালবাসা তার থেকে বিষে ভরা - জঞ্জাল ঘটনা।
না না সেকথা নয় ! - এ কর্দম, লবন, আকন্ঠ বিষ,
সবুজভরা ক্ষেত - চারিদিকে সোনালী ধানের শীষ।
এইতো জীবন, এইতো আনন্দ - এতেই বিশ্ব চরাচর,
এতে বাঁচা এতেই রচা  - এতেই বিভোর সকল আপামর।


অন্যায়ের বিরোধ আর প্রতিবাদ - করতে হবে সবাই মানি।  
একদিন মিছিল আর আন্দোলন - হবে সবাই জানি।
প্রতিবাদীর কন্ঠ মরে আর আত্মীয়ের অশ্রু ঝরে -
কে বা রাখে তার হিসাব - কি হবে অতীত মনে করে!


বাঁচব আমি বাঁচবে আমার সংসার-পরিবার,
ব্যস, এতেই খুশি, এতেই সুখ - আর কি দরকার।
কিবা আছে অধিকার !-
অন্যের ব্যাপারে নাক গলাবার !
চাঁদ সওদাগরের বা ভাস্কো-দাগামার
কী, দরকার ছিল সমুদ্র পাড়ি দেওয়ার ?
চারিদিকে কত শত অবান্তর প্রশ্ন !
আমরা সবাই একে একে পরীক্ষিত বীর - সমাজরত্ন।


চাই ছোট্ট সংসার - শুধু স্বপ্ন সুখে থাকব,
সকালে উঠব, নিউজ পেপার পড়ব।
টিউশনি দিয়ে সন্তানের বারোটা বাজাবো,
সমাজের অশান্তির দোষটা - নেতার ঘাড়ে চাপাব।
নয়টা-পাঁচটা ডিউটি সেরে - টানা সিরিয়ালে মন মজাবো ,
মাছের ঝোলে আর লাল জলে - নীল স্বপ্নে বিভোর হবো।
পড়শীর বদনাম আর সভ্যতা সংস্কৃতি ধ্বংস করবো,
দেশ-দুনিয়া নিপাত যাক - আমরাই সুখে থাকব !


সমাজ, মূল্যবোধ, শ্রদ্ধা, সততা, ন্যায়, নিষ্ঠা,
এসবের মাঝে আছে কী প্রাণ - না কোনো প্রতিষ্ঠা !
ভারী মজা হবে - আমি শুধু একা হবো - বিদ্বান-শক্তিমান!
অত দুনিয়াদারি কেন - এবার শুধু বদনাম।


আমি বার বার আসবো না এই পৃথিবীতে -
যা পারি করে যাই যতদিন আছি,
এর নাম বেঁচে থাকা -
বেঁচে আছি আমি ভালো আছি!