প্রতিযোগিতায় জিতে - সকলের আগে থাকে,
মাথায় যার শিরোপা থাকে - সেরা বলি তাকে।
সে সিংহ হোক বা রয়েল বেঙ্গল টাইগার,
তাদের কথা উচ্চারণে - মুখর হই বারবার।


কাক ও সেরা - কখনো কোকিল ও সেরা,
নিজক্ষেত্রে পরিচয় - কুটিল-জটিলে ভরা।
ময়ুর ও সেরা - তক্ষক ও সেরা,
রূপগুনই হোক বা থাক না বিষাক্ত নিশ্বাসে ভরা।


মানুষের আছে দুটি গুণ  - মান আর হুঁশ,
সকল জীবের সেরা - আমরা মানুষ।
করি সব কাজ - শত ভবিষ্যত ভেবে,
গুনীর কদর করি, না কেউ মর্যাদাহীন রবে।


কোথায় লাভ আর কোথায় হবে ক্ষতি,
কাজ শুরুর আগে - ভাবি খুঁটিনাটি।
কোথায় সৃষ্টি - কোথায় সর্বনাশ,
এই নিয়ে থাকি - চিন্তায় বারোমাস।

একটা কথা ভাবছি নাকো - সেরার শিরোপা পেয়ে,
কিছু বছর পরে কী - হয়ে যাবো না নিঃস্ব হয়ে।
চলছি শুধু, ছুটছি শুধু - হয়ে স্বার্থপর,
ভুলছি শুধু সম্পর্ক আমাদের - কে আপন কেইবা পর।


আহরণ করে প্রাকৃতিক সম্পদ  - ধ্বংস করছি প্রকৃতির শক্তি,
দুষণে পরিবেশ নষ্ট আর করছি শুধু জঞ্জাল সৃষ্টি।
সেরার সেরা হবো বলে - সবার আগে থাকি,
দিচ্ছি না কী হারিয়ে আমরা- উত্তরপুরুষদের ফাঁকি!