আমি করি বর্ষাকালে - ধান-পাট উত্পন্ন,
সারা বছর করি আরো - নানারকম পণ্য ।
লাউ-কুমড়া, শসা কলাই - গাজর বাঁধাকফি,
আলু বেগুন, লঙ্কা পিয়াঁজ - টমেটো আর ফুলকফি ।
কত রকম শাকে ভরা - থাকে আমার ডালি,
তারই মাঝে আছে সেরা - মিথি, মারিশ, মুলি ।
আদা হলুদ, পোস্ত জীরা - তার সাথে কতো ডাল আর রাই,
স্বাস্থ্য ভালো রাখার জন্যে - গম-জব-বাজরা’র রুটি খাই  ।  
চাষ করব সবার জন্য - যার যেটা চাই,
স্বামীজির কাছে শিখেছি; আমরা সমাজে পরস্পরের ভাই ।
ভাইয়ের জন্য বাঁচি আমি - বোনের জন্য থাকি,
বোনেরা তাই বাঁধে হাতে - সমাজ রক্ষার রাখি ।
থামবো না আমি - থাকবে আমার বল যতক্ষণ,
মাঠে যাব এবার আমি – ভাবি রাতে সর্বক্ষণ ।
জীবনের শেষ বিন্দু দেব - বাঁচার জন্য সবার,
জমি আমার মা আর বিশ্ববাসী ভাইবোন যে আমার ।