প্রাচীন কালে ছিল রাজা - এযুগে ওসব নেই,
প্রজা-রাজা'র ভোট যুদ্ধে - এখন ভাই হয়েছে সবাই।
ভোটের যুদ্ধ ভীষণ ভালো - নয় শুধু নেতার লড়াই,
মানি আর মস্তান ছাড়া - প্রতিভার জোর নাই।
পকেট ভর্তি টাকা ছাড়া  - ভোট যুদ্ধ মানায় না,
মস্তান হয় ভোটের প্রার্থী - গুনীজন ওপথ মাড়ায় না।  
ভোটের সময় ফাঁকা বুলি - ঝাড়ে সব নেতা,
বিজ্ঞাপনে প্রতিশ্রুতির বন্যা - ভরা থাকে নিউজের পাতা।  
সাধারণের মতো জীবনযাত্রা - পরিচয় কয়েকদিনে।  
পরের সেবায় করব নিয়োগ - জানায় ক্ষণে ক্ষণে।


নেতা বলে;
সমাজ উন্নয়ন করবো - উদঘাটনের ফিতা কাটবো,
সকল কাজে উপস্থিত থেকে - নিমন্ত্রণ রক্ষা করবো।
রাস্তা বানাবো - বিজলী বাতি লাগাবো,
নলের জল প্রতিঘরে - ঠিক সময়ে পাঠাবো।
পাড়ায় পাড়ায় ক্লাবের মতো - স্কুল কলেজ বানাবো,
বৃদ্ধদের কাপড় চোপড় - সঙ্গে দু:খী ভাতা দেবো।
রেশন দেবো, ফ্যাশন দেবো - ওয়াইফাই দেব একটু বেশি,
অনেক কিছু পেয়ে সবাই - হবে মনে খুশি।
রাস্তাঘাটে করবো পানশালা - শহরে বানাবো ধর্মশালা,
থুতু ফেলার পাত্র বসাবো - যত পারো খাও পানমশলা।
ডাক্তারদের রোগীদেখার - মেডিকেল ভ্যান রাখবো,
রুগীদের দাঁড় করিয়ে - কষ্ট কেন দেবো।
তিনতলা রাস্তা বানিয়ে - শহরের ট্রাফিক হটাবো।
ট্রাফিক পুলিশকে ঠান্ডা ঘরে - বিশ্রাম করাবো।
মন্ত্রী হয়ে সবার মাইনে - তিনগুন বাড়াবো,
সড়ক বিজলী পানীর সাথে - ফ্রিতে একটা  ফ্ল্যাট দেবো।


স্বপ্নে:
এসব শুনে আমি এবার - ভাবি মনে মনে,
নেতা হয়ে কাজ করবো - আগের জনমে।
খুঁত ধরে খুঁজবে আমায় - ডিজিট্যাল পত্রকার,
সঠিক খবর দিয়েই তারা - পালন করবে দায়িত্বভার ।
কষ্ট হবেনা আর কারুর  - না পাবে কোনো বাধা,
নেতা হয়ে সব কিছু - পাইয়ে দেব সুবিধা।
নেতা রূপে দেখি নিজেকে - কর্মবীর আর রুপবান।
শতরূপে দেখি আমি - এ জীবন মহামূল্যবান।
কাজ করে সার্থক জনম  - দেশ জয় আমি করব,
এজন্মে করলাম না কিছু - মরলে এবার নেতা হবো ।