যুবাদের করি আহ্বান - দেশের কাজে হও আগুয়ান,
সময়ের কাজ  - সময়ে করে; নিজেকে করো মহামূল্যবান।
মিলে মিশে থাকবো সুখে - এই করো পরিকল্পনা,
সমাজ গড়ার কাজ করার  - মনে আঁকো আল্পনা।


আজই করো প্রতিজ্ঞা আর নষ্ট নয় আলস্য করে,
জীবন দেবো সমাজসেবায় -  প্রার্থনা করি অঞ্জলি ভরে।
ছোটবেলায় পড়াশোনা আর শরীরবিদ্যা শিখবো,
জ্ঞান অর্জনের সাথে - শরীরকে রোগমুক্ত রাখবো।


ন্যায় নিষ্ঠা - প্রেম বন্ধন - পড়ালেখা বিদ্যা অর্জন,
খেলাধুলায় শরীর গঠন - সংস্কৃতি চর্চায় মানসিক উন্নয়ন।
সংসার কর্ম, মানুষের ধর্ম - প্রকৃতি ভালবাসা প্রেমধর্ম।
প্রিয়জনের দু:খ কষ্টে - ভালোবাসাই শক্ত বর্ম।


সারা জীবন করতে থাকো  -  দান-দয়া, সেবা-ভক্তি,
স্নেহ, শ্রদ্ধা, আশীর্বাদ আর সম্মানই - মানবের পরম প্রাপ্তি।  
বড় হয়ে করব আমি - সমাজ গড়ার কাজ,
সবার সাথে থাকবো আমি - নাহি পাবো লাজ।


সমাজ সংস্কৃতি আর প্রকৃতির - রক্ষায় লড়ব,
গুরুজনে শ্রদ্ধা ভক্তি আর শিশু মহিলাদের রক্ষা করব।
রক্ষা করার দায়িত্ব নেবো - শিক্ষা, সংস্কৃতি আর কৃষ্টি;
ভুলবনা আমি কখনো মানুষ প্রকৃতির অনন্য সৃষ্টি।


সমাজে আমরা সবাই ভাই - কারুর ক্ষতি করব না,
পরের উন্নতি দেখে - ঈর্ষা হিংসায় জ্বলব না।
অসহায়দের অবহেলা আর পরিবেশ নষ্ট করব না,
আজই আমি শপথ নেবো - সমাজ রক্ষা ছাড়া ভাববো না।