কি হবে এতো করে কাজ;
সেই তো ভুলে যাবে একদিন তোমায়,
আগেও লোকে ভুলে গেছে, এখন যারা আছে -
তারা ও ভুলে যাবে, মনে করবে না একবার আমায় ......


দূর; এসব ভাবছি কেন ! কেন আসছে এসব মাথায়
কাজ করে যাই, ফলের আশা করব পরে,
সময় তো কম, সাহায্য পাবো না,
বিপদ ও ঘনিয়ে আসছে .............  


অনেক করেছি কাজ -
এবার তো চাই কাজের সুফল,
নাহ - আর আমি সবসময় দেবো না গাছে জল,
আমার চাই জেতার ফল, যাদের আশায় হয়েছে নেশা।


নেশা! কাজের নেশা ! সেটা আবার কি ! দেখা যায় নাকি !
ওহ!  বোঝা যায় শুধু। কে বোঝে কতখানি !
কত বড় বোদ্ধা তুমি ! সবটা জানি।
তুমি বাপু কি জানো হে ?


সবাইকে ভালোবাসতে হবে,
সজ্ঞানে সময়ের কাজ সময়ে করতে হবে,  
অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, শ্রমদান করতে হবে,
গুরুজনে শ্রদ্ধা আর পরিবেশ প্রকৃতির খেয়াল রাখতে হবে ............


দূর তেরি কী ! সব বাজে কথা, আমি বাঁচলে, বাঁচবে আমার মাথা,
যে যাই বলুক গে, আমি চলবো আমার মতন,
যা পারো করে নিও, কারুর ধার ধারিনে,
সবে পেয়েছি স্বাধীনতা................