যুগ যুগ ধরে মানব সভ্যতার -
       হয়েছে অনেক উন্নতি,
              বিজ্ঞানের বিধ্বংসী আবিস্কার -
                    একদিনেই হবে পৃথিবীর ক্ষতি।


চাওয়া পাওয়ার রেষারেষিতে -
         করছি ভাঁড়ার শূন্য,
                  পাচ্ছি যতো, চাই আরোও ততো  -
                           ঘুঁচছে না একটুও দৈন্য।


পাওয়ার নেশায় আমরা করি -
          নিত্য নতুন আবিস্কার,
                    এমন মেশিন নেই আমাদের -
                            যাতে মনটা হয় পরিষ্কার।


মাথায় থাকে হারিয়ে ওকে -
         হবো একলা আমি খুশি,
                 শুধু একটাই চিন্তা, পাবো যেটা -
                        ওর থেকে যেন একটু বেশি।