কতদিন বলেছি !
এবার উন্নয়ন হবে -
বড় বড় বাড়ি হবে, শিল্প হবে,
চওড়া রাস্তা হবে - বাবুরা এসি গাড়িতে যাবে -
রাস্তায় ভীষণ যানজট, পরিস্কার রাখতে হবে,
তাই, তোমাদের এখান থেকে চলে যেতে হবে |
তোমরা সবাই রাস্তা আটকে রাখো,
যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলতে থাকো,
ভবিষ্যতের ভাবনা নেই -
শুধু তোমরা ক্ষতি করতে থাকো !


আচ্ছা বাবু,
আমাদের কি দোষ?
আমরা জন্মেছি - তোমাদের সেবার জন্যেই,
এখান থেকে সরিয়ে বসাও, যেখানেই -
তোমাদের ভবিষ্যতের ভাবনা করো,
আমাদের কোনো আপত্তি নেই,
আমরা তো এখন আছি এখানে ,
আমাদেরটা ভাবুন না একটু দাদাভাই !


কি আস্পর্ধা তোমার !
তোমরা করো - সেটা তোমাদের পেটের দায়,
আমরা করি কাজ - সকলের ভবিষ্যত ভাবনায়,
আমরা পৃথিবীর রক্ষাকর্তা, আমরা দূর-দৃষ্টিবান,
আমরাই সৃষ্টি করি, আমরাই আসল ক্ষমতাবান |

বাবুগো,
এত অহংকার কি ভালো !
নিজের কাজগুলো কি করতে পারো,
নিজের খাওয়ার কি নিজে রাঁধতে পারো,
ছোটো মুখে বড় কথা -
যে রাঁধে, দেখেছো কি তার দাগ -
হাতে কত পোড়াব্যথা,
একটা দিন নিজের কাজ করে দেখো,
বুঝতে পারবে অন্যের বুকের ব্যথা .
বেশতো ভবিষ্যতের ভাবনা করো,  
একবার ভাবো, শীত-বর্ষায় বস্তিবাসী বাস্তুহারার কথা.........