সভ্যতা বিকাশের সেই আদিম যুগ থেকে -
লড়তে হচ্ছে সবাইকে, অস্তিত্ব টিকিয়ে রাখার,
জীবনের জয়গাঁথা তো দূর ! লড়াইটা শুধু বেঁচে থাকার।

তখন ছিলাম, সাধারণ এক প্রাণী,
প্রকৃতির সাথে কত লড়াই করে -
আমরা হয়েছি আজ, বিশ্বভুবনের রাজা রানী।


দলগত বাঁচা - অধীনত হয়ে থাকা,
মুটে মজদুর হয়ে বাঁচা, রাজদরবারে বাঁচা -
সবটাই তো এক - শুধু মরণ থেকে দুরে থাকা।


আজকের জীবন আর সেটা নয়,
যা কিছু করেও - পাই যেন বেশি -
না পাওয়াকে করি, সব চেয়ে বেশি ভয়।


ঘুষ দিয়েই হোক আর মদ খাইয়েই হোক -
যে সুন্দরী আমায় ঘৃনা করে, পেতে আমাকে হবে,
তার শরীর মনটাকে যে, কলঙ্কিত করতেই হবে !


আমি প্রতিহিংসাপরায়ন নই,
সেই আদিম কাল থেকে -
আমি তো শুধু জয়ী হতে চাই !


আমি সকল প্রাণীর চেয়ে উন্নত জীব -
আমার কোনো দোষ নেই, বিচার নেই,
তাই, সব পেয়েও খুশি নই।


আমার আরো চাই, অনেক অনেক বেশি,
আমি তো বলতে পারি না - আমি বেঁচে আছি,
আমি বেশ খুশি আছি।


কারণ, অন্যরা হেসে বলতে পারে -
দূর ! এর তো নেই কিছু বেশি,
তবু বেশ নাটক করে - বলে; খুশিতে আছি !
আমি বেঁচে আছি! আমি বেশ খুশি আছি!!