অবস্থা ছিল মনের - সমুদ্রের জলকে সরিয়ে দেওয়ার,
আকাশের নীল রংটা চাইলে, হয়তো ও এনে দিত.
চাঁদের দেশে গিয়ে বুড়ির সাথে কথা বলত,
এমনকি সূর্যকে মুঠো করে ধরে রাখার -
শক্তিধর সে ছিল একজন,
কি ছিল না তার!

সুপুরুষ ছিল সে,
মহাপুরুষ ছিল সে,
বিপ্লবী, বিদ্রোহী ছিল সে,
রুপবান, ধনবান, গুণবান ছিল সে,
অনুরাগ, বিরাগ, অভিমানী ছিল সে,
ভালবাসার অনন্ত সাগরে প্রেমিক ছিল সে,
মানব মহারন্যে, মানবতার কবিতা লিখত সে।

এই সমাজে সে ছিল একজন - কবি,
করত দিনরাত লেখালিখি,
প্রকৃতির চোখাচোখি,
প্রেম মাখামাখি,
রেডিও জকি,
নাম রকি !


আজ সে নেই !
শুধু লেখা পড়ি, কখনো তার -
কবিতা পড়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ি,
তার বিহনে একা লাগে, কেঁদে কেঁদে অশ্রু ঝরাই,
বলুন না বন্ধু, এ জীবনে তার দেখা কোথায় পাই ?  


## এই লেখাটি রেডিও জকি "রকি"'কে উত্সর্গ করছি।