প্রথম দেখায়, জয় করে ছিল, হৃদয় আমার-
আমায় দেখে বলেছিল - তুমি সকলের সেরা,
একসঙ্গে থাকা, শুরু একসঙ্গে কাজ করা।


সব কাজ নিজে করতো, কাপড় আর ঘর পরিষ্কার,
রান্না থেকে বাসন ধোয়া, ইস্ত্রী করে পাট করা,
কয়েকদিন বেশ খুশিতে ছিলাম আমরা।


তরোয়ালের মত চেহারা ছিল তার, তবুও
কোনো এক অজানা দু:খ তাকে হানা দিত,
দেখতাম,যখন তখন অশ্রু ঝরে পড়ত।


ওর উপর ছিল অগাধ ভরসা,
আজ দেখলাম তার আলাদা চেহারা,
পড়েছে এনকাউন্টারে মারা।


পুলিশ বলছে;
ও ওয়ান্টেড ছিল - বললো লোকে;
আমি চিনতে পারিনি টেররিস্টকে !