আমি গাছের সাথে কথা কই,
আমি নানা ফল খাই,
আমি প্রকৃতির গান গাই,
আমি আঁধার গুহাতে রই।


রাতে দেখি চাঁদ মামাকে, মেঘের মাঝে ভাসতে থাকে,
দেখি, সেখানে থাকা চরকা কাটা বুড়িকে,
তুলো দিয়ে - আজব সূতো, সে বানিয়ে রাখে,
চোখে দেখা এ সত্যগুলো,  শুনাই মাকে।


দূর অস্ত পাহাড়টা পেরোই,
স্বপ্নে আমি মেঘে মেঘে ভেসে বেড়াই,
আমি শয়নে-স্বপনে সেখানে যাই,
প্রকৃতি আমার বন্ধু, সূর্য আমার ভাই।


আমার দেখা স্বপ্ন গুলো -  চোখে চোখে রাখি,
বনে বাদাড়ে ঘুরে বেড়াই - গাছে গাছে থাকি,
নদ-নদী, পাহাড়, জঙ্গল, আলো-বাতাস আমার সখী,  
আমি কখনো কখনো ভাবি; যেন একটা উড়ন্ত পাখি।