মাছ মাংস মিষ্টি দই -
সবটা আমার এখুনি চাই,
তাজা রসালো ফলগুলি সব -
এখুনি আমার খাওয়া চাই।


খেয়ে খেয়েই রুচি বদলাবো -
টক ঝাল থেকে মিষ্টি তেতো,
শক্ত, তরল, কুড়কুড়ে থেকে -
সেদ্ধ, পোড়া, মশলাদার যতো।  


পরের কাজে চিমটি করবো-
খুঁত দেখিয়ে ঘুষ খাবো,
নেশা করে পাড়া মাতাবো-
স্বাধীন আমি!  যা ইচ্ছে তাই করবো।


দেরি করে সব পচাবো কেন-
যখন পাবো, পেট ভরে নেবো,
বেঁচে আছি শুধু খাওয়ার জন্য-
খাওয়াটাই আসল আর সব নগণ্য।


জ্ঞানদাতারা দিতে থাকে জ্ঞান -
যাদের নেওয়ার - তারাই নিক,
আমি ভজা - দেশের রাজা -
আমি যা করি সবই সঠিক।


গাছ আমি লাগাবো কেন ?
প্রকৃতি নষ্ট হলে - হয় হোক,
রক্ত আমি দেব কেন ?
রক্তের অভাবে লোকে মরুক।


গরীব দুঃখীর কষ্টে হাসবো -
ওরা এখানে থাকবে কেন।
সেবা শ্রদ্ধা গুরুজনের প্রতি -
করতে আমায় কেউ বলেনা যেন।  


আমি জানি আমায় শুধু -
কাউকে আমি চিনি না,
ভালোবাসি নিজেকে অনেক -
তাই অন্যকে ভালোবাসি না।


থাকতে চাই বছর বছর -
কাউকে আমি রাখবো না,
আমার পেছনে লাগতে এলে  -
তোমাকে তো একদমই ছাড়বো না !