শুধু পড়া আর মুখস্থ করা -
স্কুলে অনুপস্থিত আর টুইশনি'তে ভরা।
পিঠে ভারী - বই ভর্তি বস্তা -
সবই দামি - নেই আর সস্তা।


যেভাবেই করি উপার্জন,
থাকেনা আর বেশিক্ষণ।
পাওয়ার নেশায় বুঁদ  - শুধু চিন্তা,
হারানোর ভয় - আর জেতার দুশ্চিন্তা।


"কিশোর যুবক !  সমাজের ভবিষ্যৎ,
তন মন কর শক্ত - হও কর্মঠ আর  সৎ।"
আশীর্বাণী! স্তুতি বাক্য ! আদেশ ! উপদেশ !
মগজ ধোলাই - এটা আমাদের, ওটা ওদের দেশ।


সবই করছি ভবিষ্যৎ ভাবনায় -
শান্তি সুখলাভ - মনের তাড়নায়।
আত্মীয় স্বজন - বন্ধু পড়শী,
সবাইকে আক্রমণ - শত্রু সৃষ্টি করছি।


বীজ বুনছি - জাতপাত আর হিংসার,
অচিরে ধ্বংস হবে এ বিশ্ব সংসার।
স্বপ্নে বিভোর - উড়ছি হাওয়ায়,
চিন্তা করি কি ? যাদের জন্য এসব - তারা থাকবে কোথায়!!