আচ্ছন্ন হয়ে,
রই বসে শুধু চেয়ে,
নেই উত্তাপ নেই ঘনঘটা,
না কনকন না ছটপটা।

সবুজ পাতা দোলে,
ময়ূরের নৃত্যের তালে,
কুহেলিকা, না কুজ্ঝটিকা,
শরতের নেই কোনো অহমিকা।


চারিদিক উৎসবময়,
আনন্দে আনন্দময়,
বর্ষার শেষ বাকি শীতের আসা,
অপেক্ষার আশা।