এই দেহ নশ্বর, থাকবে মাত্র কয়েকটা বছর,
শত কর্ম শত সেবা ধর্ম - করেই যেতে হবে জীবনভর,
তবেই তো কেউ মনে রাখবে, এই নশ্বর দেহ বিলীনের পরে,
তাইতো আমাদের কিছু করে যেতে হবে - এই ধরার 'পরে ।


সত্যের পথে চলা কঠিন - চারিদিকে দেখা শুধু রঙিন কাঁটা'র,
মায়ার জগতে শতেক হারিয়ে, হৃদয়ে জমা মোহ আর কান্নার,
মিথ্যার আশ্রয় বিনা - ইহ জগতে সত্যের নাই প্রতিষ্ঠা,
স্বর্গে থাকার স্বপ্নই প্রমান -  মিথ্যায় আমাদের কত নিষ্ঠা।


হাজার মানুষ হাজার মত  - অনেক আচার অনেক ব্যবহার,
চাওয়া পাওয়ার মাঝেই মানুষ - অন্যায়ের করে বিচার,
বাঁচানোর জন্য দান করে রক্ত -  আবার ভালোর জন্য রক্ত নেয়,  
একের কাছে এক অন্যায় - তো অন্যের কাছে সেটা ন্যায় ।


একশ জনের ভালোর জন্য - যদি করি এক জনের ক্ষতি,
সেটাও তো ভালো কাজ - বর্তমানের মতির এই গতি,
সময়ের সাথে চলতে চলতে - কত হবে সিদ্ধান্তের পরিবর্তন,
সুখের জন্যে হন্যে হই - এটাই আমাদের বিবর্তন।


এরই মাঝে সহস্র বন্ধুর মহামিলনস্থল - বাংলা কবিতা ডট কম,
বন্যা বহে আনন্দ সুখের - ঝরে বৃষ্টি স্মৃতি ঝমা ঝম,  
বাংলা কবিতা ডট কম দিয়েছে রাস্তা, সমৃদ্ধ হয়েছি এই আসরে,
সুখ কুড়োনোর মোহ কাটিয়ে - সেতু বানাবো দুঃখ সাগরে ।


দূর দূরান্ত থেকে এই মিলন মেলায় অনেকে উপস্থিত হয়েছি,
শত সহস্র ক্রোশ হতে লক্ষ লক্ষ বন্ধু পেয়েছি,
ভুলবোনা কোনোদিন এই আসর আর সকল বন্ধুকে,
অসংখ্য ধন্যবাদ আসরের মহামহিম প্রতিষ্ঠাতাকে ।