শুরু হবে ২০১৭ সালের ৮ই জানুয়ারী, ৫ম কৃষিমেলা -
কৃষির সাথে পুষ্প, হস্তশিল্প প্রদর্শনী, ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা,  
আছে মনোজ্ঞ মনোরম বিচিত্রানুষ্ঠান -
চাই আপনাদের উপস্থিতি আর হার্দিক সহযোগিতা।


আশা করে আছেন বসে - আমাদের কৃষাণ কৃষাণী,
অন্ন তুলে দেয় মোদের মুখে - তাঁরাই প্রকৃত বন্ধু, ভ্রাতা, ভগিনী।
সাতদিন ধরে চলবে - আমাদের কৃষিমেলা,
নৃত্যের তালে চলবে - বিরামহীন কৃষকের মিলনমেলা।


প্রদর্শনীতে দেখবো সবাই - শাক-সবজি, ধান-গম আর রংবাহারি ফুল,ফল -
ক্লান্তিহীন পরিশ্রমে কৃষকবন্ধু - করেন নানান খাদ্য উৎপণ্য,
তাঁদের আমরা ভুলবোনা কোনোদিন -
যাঁরা আমাদের বাঁচিয়ে রাখে - যোগায় মুখে অন্ন।


যাত্রা-নাটক, নাচ-গান আর দোকান পসরার সমাহার -
আজি হতে আমাদের কথা - হৃদয়-হৃদয়ে হলো শুরু প্রচার,
হবেন উপস্থিত অনেক গুণীজন - হবে অনেক আলোচনা -
আহবান করি সবাইকে বন্ধু - উপস্থিত হয়ে করুন পরামর্শদান আর সমালোচনা।